পলাশ প্রধান, টঙ্গীঃ টঙ্গী থানা জাতীয়তাবাদী তাঁতী দলকে শক্তিশালী করার লক্ষে গতকাল মঙ্গলবার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী তাঁতী দল টঙ্গী থানা শাখার সভাপতি মোঃ রেহাজ উদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি খন্দকার আবুল কালাম, মোঃ নূরু সরকার, মোঃ হানিফ খান, সানোয়ার হোসেন সানু, মোঃ হাবিব মিয়া, খলিলুর রহমান, শহীদুর রহমান মুন্সী, আব্দুল মান্নান, বিলাল হোসেন, হায়দার আলী, জামাল হোসেন, রিয়াজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী তাঁতী দল টঙ্গীতে সংগঠন থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা অপরিসীম। তাই তাঁতীদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
COMMENTS