গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেল আটশ’ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ আবদুল খালেক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
জানা যায়, আবদুল খালেকের বাড়ি টঙ্গী থানার কেরানীরটেক গ্রামে। তার বাবার নাম ইসমাইল হোসেন। গাজীপুর মহানগরের পূবাইল এলাকার ভাদুন গ্রামের এক বাড়ি থেকে সোমবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
পরে দুপুরে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেল এ সংক্রান্ত একটি মামলা করে।
মামলা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল গাজীপুর মহানগরের ভাদুন এলাকায় জনৈক আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এসময় বাড়ি থেকে আটশ’ পিস ইয়াবাসহ আবদুল খালেককে আটক করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা একটি মোটর সাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করে মাদক নিয়ন্ত্রণ টিম।
COMMENTS