ওয়েস্ট ইন্ডিজ সফরে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-৩ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার সিরিজের শেষ ম্যাচে ৬৭ রানের জয় পেয়েছে বাংলাদেশী যুবারা।
সোমবার সিরিজের শেষ ম্যাচের আগে একটু চাপেই ছিল বাংলাদেশ। কারণ, ক্যারিবিয় সফরের প্রথম ম্যাচে হারার পর সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েও পরে টানা দুই ম্যাচ হেরেছিল তারা। তাই শেষ ম্যাচের আগে সমীকরণ দাঁড়ায় ৩-৩। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে চাপে ভেঙে পড়েনি অনূর্ধ্ব-১৯ দল। জয়ের মাধ্যমেই সিরিজ নিশ্চিত করেছে।
গায়নার ম্যাচটিতে টস জিতে ব্যাটিং নেয় অনূর্ধ্ব-১৯ দল। তবে ভালো শুরুর পর সংগ্রহটা বড় করতে পারেনি তারা। ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব দল। উদ্বোধনী ব্যাটসম্যান জয়রাজ দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানেই অলআউট হয়। মাত্র ৩৩.৫ ওভারেই। স্পিনার মেহেদি হাসান বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
COMMENTS