রাজনীতির আকাশে দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘনঘটা। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এলাকার জনগণের কাছাকাছি হওয়ার পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের অভিমান ভাঙাতে ব্যস্ত। এ লক্ষে নেতাদের অনেকে নিজের নির্বাচনী এলাকায় ঈদ করছেন। যারা ঈদের দিন এলাকায় থাকতে পারবেন না তারা আগে ঘুরে আসছেন, আবার কেউবা পরে এলাকায় যাবেন। অনেকে আবার দেশের বাইরে রয়েছেন।
আওয়ামী লীগের শীর্ষ নেতা, বর্তমান সরকারের বেশ ক’জন মন্ত্রী ও তাদের ব্যক্তিগত সচিবদের সঙ্গে আলাপকালে জানা যায় কে কোথায় ঈদ করছেন।
আওয়ামী লীগের শীর্ষ নেতা, বর্তমান সরকারের বেশ ক’জন মন্ত্রী ও তাদের ব্যক্তিগত সচিবদের সঙ্গে আলাপকালে জানা যায় কে কোথায় ঈদ করছেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ করবেন ঢাকায়। ঈদের দিন তিনি গণভবনে রাজনৈতিক ও কুটনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় ঈদ করছেন দেশের বাইরে। তিনি ঈদের আগে দেশে ফেরার কথা ছিলো। তবে তিনি ঈদের পরে দেশে আসবেন বলে গণভবনের একটি সূত্র জানায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঈদ করবেন ঢাকায়। তবে ঈদের পরেই কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় যাবেন বলে জানান সৈয়দ আশরাফের ব্যক্তিগত সচিব সৈয়দ তোফাজ্জল হোসেন।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ঢাকায় ঈদ করবেন। তিনি ঈদের আগে থেকে নির্বাচনী এলাকা ফরিদপুরে গণসংযোগ করে এসেছেন। ঈদের পর পরই তিনি আবারো এলাকায় যেতে পারেন।
সাজেদা চৌধুরীর মত আরেক সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ঈদের আগে-পরে এলাকায় কাজ করলেও ঈদ করবেন ঢাকায়।
সভাপতিমণ্ডলীর সদস্য ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঈদ করবেন নিজ এলাকা টাঙ্গাইলে। প্রতিবারই তিনি কোরবানির ঈদ এলাকায় করেন। ঈদের ২/৩ দিন পর তিনি ঢাকায় ফিরে আসবেন বলে জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ঈদ করবেন নিজ এলাকায়। সোমবার এলাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে তিনি জানান।
উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ প্রতিবারের মত এবারও ঈদ করবেন নিজ এলাকায়।
পরিকল্পনামন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) একে খন্দকার ঢাকাতেই ঈদ করবেন। পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব ও পরিসংখ্যান ব্যুরোর উপ পরিচালক আজাদুল ইসলাম আজাদ বলেন, স্যার সার্কিট হাউজের টিপটপ মসজিদে ঈদের জামাতে অংশ নেবেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বনানী কবরস্থানে তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন।
২০ অক্টোবর তার নির্বাচনী এলাকা পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান তিনি।
উপদেষ্টা পরিষদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঈদ করবেন দেশের বাইরে। তিনি গত ৯ অক্টোবর আমেরিকা গেছেন। আগামী ১৯ অক্টোবর দেশে ফিরে আসবেন।
উপদেষ্টা পরিষদ সদস্য ও দফতরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এলাকায় ঈদ করবেন বলে জানান। তিনি ঈদের ২/১ দিন পর ঢাকায় ফিরে আসবেন বলে জানিয়েছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ঈদ করবেন যুক্তরাষ্ট্রে। তিনি গত ৯ অক্টোবর যুক্তরাষ্ট্র গেছেন। আগামী ১৯ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন।
সভাপতিমণ্ডলীর সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন ঈদ করবেন ঢাকায় তার নির্বাচনী এলাকায়।
উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন ঈদ করবেন নিজ এলাকা ভোলায়।
সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের নিজ এলাকায় ঈদ করবেন বলে জানান। তিনি এরইমধ্যে নিজ এলাকা কাজিপুরে চলে গেছেন। ঈদের পর ৩/৪ দিন এলাকায় থাকবেন তিনি।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফর উল্ল্যাহ ঈদ করবেন তার এলাকায় ফরিদপুরে। সোমবার তিনি এলাকায় পৌঁছেছেন বলে বলেন। তিনি আগামী ১৯ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন।
সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন ঈদ করবেন দেশের বাইরে। তিনি মেয়ের চিকিৎসার জন্য ভারতে রয়েছেন।
আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ ঈদ করবেন তার নিজ এলাকা কুষ্টিয়ায়। তিনি মঙ্গলবার সকালে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেবেন বলে বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি যথারীতি এবারও ঢাকায় ঈদ করবেন।
আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন তার নির্বাচনী এলাকা রাজধানীর মোহাম্মদপুরে।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিমান মন্ত্রী ফারুক খান ঢাকায় ঈদ করবেন। ঈদের পরদিন তিনি নিজ এলাকায় যাবেন।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু নিজ এলাকা মুন্সিগঞ্জে ঈদ করবেন বলে জানান।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নিজ এলাকা চাঁদপুরে ঈদ করবেন বলে জানান। তার ভাই মারা যাওয়ার কারণে তিনি গত কয়েকদিন আগে থেকে এলাকায় রয়েছেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ ঈদ করবেন তার নিজ এলাকা চট্রগ্রামের রাঙ্গুনিয়ায়। তিনি ঈদের দুই একদিন পর ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহাল লাইলী নোয়াখালীতে ঈদ করবেন বলে জানিয়েছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে সবাই নিজ নিজ এলাকায় ঈদ করবেন।সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ঈদ করবেন নেত্রকোনায়, বিএম মোজাম্মেল ও আফম বাহাউদ্দিন নাছিম ঈদ করবেন শরিয়তপুরে, খালিদ মাহমুদ চৌধুরী ঈদ করবেন নিজ এলাকা দিনাজপুরে, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ঈদ করবেন জয়পুর হাটে, মিসবাহ উদ্দিন সিরাজ ঈদ করবেন সিলেটে।
- বাংলানিউজ
COMMENTS