দামী জিনিসের প্রতি সবসময়ই মানুষের আগ্রহ বেশি। তাই বলে একটি অর্ন্তবাসের দাম ৮০ কোটি টাকা! হ্যাঁ পাঠক এমন দামী একটি অন্তর্বাসের প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি। আগামী ডিসেম্বরে এটি বাজারে ছাড়া হবে।
অন্তর্বাসটির মূল্য মাত্র ১ কোটি ডলার, বাংলাদেশী টাকায় যার মূল্য দাঁড়ায় ৮০ কোটি টাকারও বেশি। ভিক্টোরিয়া সিক্রেট নামের একটি কোম্পানি বের করছে এই দামী অন্তর্বাসটি। আর এটাকে উন্মোচন করার জন্য যে ফ্যাশন শো'র আয়োজন করা হয়েছে, সেখানে এই বিখ্যাত পোশাকটি পরে ক্যাট-ওয়াক করার সৌভাগ্য অর্জন করেছেন কানাডিয়ান মডেল ক্যানডিস স্বানাপোল। দামী পাথর আর স্বর্ণখচিত এই অন্তর্বাসটিতে রয়েছে ৪২০০ রকমের দামী পদার্থ যা ফ্যাশন জগতে ইতোমধ্যেই আলোড়ন তৈরী করেছে।
অন্তর্বাসটির মূল্য মাত্র ১ কোটি ডলার, বাংলাদেশী টাকায় যার মূল্য দাঁড়ায় ৮০ কোটি টাকারও বেশি। ভিক্টোরিয়া সিক্রেট নামের একটি কোম্পানি বের করছে এই দামী অন্তর্বাসটি। আর এটাকে উন্মোচন করার জন্য যে ফ্যাশন শো'র আয়োজন করা হয়েছে, সেখানে এই বিখ্যাত পোশাকটি পরে ক্যাট-ওয়াক করার সৌভাগ্য অর্জন করেছেন কানাডিয়ান মডেল ক্যানডিস স্বানাপোল। দামী পাথর আর স্বর্ণখচিত এই অন্তর্বাসটিতে রয়েছে ৪২০০ রকমের দামী পদার্থ যা ফ্যাশন জগতে ইতোমধ্যেই আলোড়ন তৈরী করেছে।
COMMENTS