২৫ অক্টোবর ঢাকায় বিরোধী দলের সমাবেশের প্রস্তুতি নেয়ার সময় আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করার অপরাধ দেখিয়ে ৬২ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে, আটককৃতদের মধ্যে জেলার উল্লেখ্য যোগ্য কোনো নেতা নেই।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অধিকাংশকে অন্যের বাসায় পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অধিকাংশকে অন্যের বাসায় পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, নাশকতার আশঙ্কায় ৯ জনকে আটক করা হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মোট ৮ জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে কালিয়াকৈর থানা পুলিশ বিরোধী দলের ৫ নেতাকর্মীকে আটক করেছে। পুলিশ বলছে, এরা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। বিএনপি বলছে, কারা গ্রেফতার হয়েছেন, খোঁজ নিয়ে বলা যাবে।
এছাড়া টঙ্গী ও কালিগঞ্জ থানায় আরও ১৫ জনকে আটক হয়।
জয়দেবপুর থানার পরিদর্শক(তদন্ত) জাহিদুল ইসলাম পিপিএম ২৫ জন আটকের সংবাদটি নিশ্চিত করে বলেছেন, আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় ওই সকল রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে এদের আদালতে পাঠানো হবে।
COMMENTS