বিএনপির দেয়া চিঠি গ্রহণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ফোন দিয়েছেন।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালে সৈয়দ আশরাফ ফোন করলে সংবাদকর্মীদের সামনেই তা রিসিভ করেন ফখরুল।
এ সময় ফখরুল ফোন দেয়ার জন্য সৈয়দ আশরাফকে ধন্যবাদ জানান এবং তার খোঁজখবর নেন।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালে সৈয়দ আশরাফ ফোন করলে সংবাদকর্মীদের সামনেই তা রিসিভ করেন ফখরুল।
এ সময় ফখরুল ফোন দেয়ার জন্য সৈয়দ আশরাফকে ধন্যবাদ জানান এবং তার খোঁজখবর নেন।
ফোনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সংকট সমাধানে আমরা এগিয়ে এসেছি, আপনারাও এগিয়ে আসুন। আশা করি, আমাদের চিঠি গুরুত্ব সহকারে নেবেন এবং সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।’
জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আপনাদের চিঠি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে আমি এখন দিনাজপুর যাচ্ছি। সেখানে চিঠির বিষয়ে প্রধানমন্ত্রী অবহিত করবো।’
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আশা করি, আমাদের চিঠি আওয়ামী লীগ গুরুত্ব সহকারে গ্রহণ করবে এবং সংকট সমাধানে ইতিবাচক উদ্যোগ নেবে।’
চিঠির পাঠানোর জন্য সৈয়দ আশরাফ বিএনপিকে ধন্যবাদ দেন বলেও জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
এর আগে বেলা ১১টার দিকে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব সম্বলিত ফখরুলের চিঠি নিয়ে সৈয়দ আশরাফের বাসায় যায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল।
COMMENTS