গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর।গাজীপুরে ৯ বসতঘর আগুনে পুড়ে গেছে
প্রত্যক্ষদর্শীরা জানান,সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রান্নাঘরে আগুন লাগে। পরে অন্যান্য বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির নয়টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। আধা ঘণ্টা চেষ্টার পর তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান,সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রান্নাঘরে আগুন লাগে। পরে অন্যান্য বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির নয়টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। আধা ঘণ্টা চেষ্টার পর তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গাজীপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আবু জাফর জানান, আগুনে ওই বাড়ির ৩টি পাকা ও ৬টি আধাপাকা বসতঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমানও নির্ণয় করা যায়নি।
রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বাড়ির লোকজন জানিয়েছেন বলে জানান তিনি।
COMMENTS