আমেরিকা সফরকালেই বলিউডের 'ওয়ার্নিং' ছবিতে জেমসের গাওয়া 'বেবাসি' গানটি প্রকাশ হয়। এরই মধ্যে ইউটিউবে রেকর্ড গড়তে যাচ্ছে গানটি। অল্প সময়ের মধ্যে প্রচুর হিট পড়েছে গানটিতে। ভিডিওর নিচেও প্রচুর প্রসংশা বাণী শোভা পাচ্ছে। সবমিলিয়ে ইন্টারনেটে গানটি ব্যাপক সাড়া জাগিয়েছে।
এদিকে অনেক আগে থেকেই বলিউডের ছবির গানের টপচার্টগুলোতেও ভালো অবস্থানে রয়েছে 'বেবাসি'। মুক্তি পাওয়ার এক সপ্তাহ পার না হতেই বলিউড অডিও টপ চার্টে স্থান করে নিয়েছে গানটি। ভারতবাসী তো বটেই বিশ্বব্যাপী হিন্দি গানপ্রেমীদের কাছেও 'বেবাসি' এখন পছন্দের তালিকায় রয়েছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে জেমস ভক্তদের 'বেবাসি' গান নিয়ে আলোচনারও যেন শেষ নেই।
এক মাস দুই দিন আমেরিকা সফর শেষে নিজের ব্যান্ড নগরবাউলকে নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন জেমস। তার মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকায় পা রেখেছেন তারা।
আমেরিকায় সাতটি কনসার্টে সংগীত পরিবেশন করেছেন তারা।
ঢাকায় ফিরে জেমস বলেন, হিন্দি ছবিতে এর আগে চারটি গান গেয়েছি। সবই শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছে। বেবাসিও সবার ভালো লাগছে জেনে আমি খুশি। শীঘ্রই বাংলাদেশের শ্রোতাদের টিভিতে সরাসরি গানটি গেয়ে শোনাব।
ওয়ার্নিংয়ের আগে বলিউডের গ্যাংস্টার ছবিতে 'ভিগি ভিগি', 'ও লামহে' ছবিতে 'চল চলে' ও 'লাইফ ইন অ্যা মেট্রো' ছবিতে 'আলবিদা' ও 'রিস্তে' শিরোনামের গানগুলো গেয়েছেন জেমস।
COMMENTS