ব্লু টুথের মাধ্যমে খুব সহজেই মোবাইলকে ব্যবহার করা যায় মডেম হিসেবে, এর জন্য প্রয়োজন নেই কোন ডাটা ক্যাবলের, এমনকি সেই মোবাইল কম্পানির কোন কানেক্টিং সফট ওয়ারও। প্রথমে একটি ব্লুটুথ ডিভাইস কিনতে হবে – যা বর্তমানে বাংলাদেশের সকল মোবাইল এবং কম্পিউটার মার্কেটে পাওয়া যাবে – দাম পড়বে ২৫০ – ৩০০টাকা।
সফট ওয়ারটি ইন্সটল করে নিয়ে কম্পিউটারের usb port এ ব্লু টুথ ডিভাইস টা লাগাতে হবে। তখন IVT Corporation BlueSoleil software টি আপনার পিসির জন্য একটি নাম চাইবে, যেই নামে আপনার পিসি একটি ব্লু টুথ ডিভাইস হিসেবে কাজ করবে।
এর পর সফট ওয়ার টির মাঝের গোল জায়গায় একবার ক্লিক করলে সেটা পিসির রেঞ্জের ভিতর ব্লু টুথ চালু থাকা মোবাইল গুলোকে ডিটেকট করবে,
আপনি আপনার সেটটিকে প্রথমে পেয়ার করে নিবেন, এর পর আপনার সেটে ডাবল ক্লিক করলেই আপনি কি কি সুবিধা পেতে পারেন সবগুলো হলুদ হয়ে উঠবে,
এবার আপনি Bluetooth Dial up Networking service টা চালু করবেন, আপনার মোবাইল ফোনে অনুমতি চাইলে Yes দিবেন। ব্যাস, আপনার পিসি তখন মোবাইল ফোনটিকে মোডেম হিসেবে ব্যবহার করে কম্পিউটারকে ইন্টারনেটে কানেক্ট করে নেবে। নেই কোন তারের ঝমেলা, এমনকি সিমের জন্য ৪৫০০ – ৭৫০০ টাকার কোন GPRS / EDGE মডেম কেনার ঝামেলা।
[তবে এ সুবিধা ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনার মোবাইলে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা অথবা ১GB / ৩GB / ৫GB লিমিটেড ইন্টারনেট সুবিধা থাকতে হবে। তাছাড়া প্রচুর ব্যালেন্স খরচ করতে হবে।]
আর , মোবাইলে নকিয়া s40 সিরিজের সেটের জন্য যা করতে হবে -
মেনু > সেটিংস > কানেক্টিভিটি > প্যাকেট ডাটা > প্যাকেট ডাটা সেটিংস > এক্টিভ অ্যাক্সেস পয়েন্ট এ গিয়ে আপনার মোবাইল কম্পানির APN নাম্বার দিয়ে একটি একাউন্ট খুলতে হবে এবং সেটাকে ডিফল্ট হিসেবে ব্যবহার করতে হবে।
নকিয়া s60 -
মেনু > সেটিংস > ইন্টারনেট > প্যাকেট ডাটা > (দ্বিতীয় অপশন সিলেক্ট করে তার দ্বিতীয় অপশন হিসেবে আপনার মোবাইল কম্পানির এক্সেস পয়েন্ট দিয়ে দিন) ব্যাস হয়ে গেল।
APN -
গ্রামীন ফোন – gointernet
একটেল – internet
বাংলালিংক – blweb
ওরারিদ – internet
টেলিটক – gprsunl