একদলীয় নির্বাচনের চেষ্টা প্রতিহত করতে সংগ্রাম কমিটি গঠনে জেলায় জেলায় চিঠি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশের পর প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সংগ্রাম কমিটি গঠনে পদক্ষেপ নিতে জেলায় জেলায় চিঠি দেওয়ার কথা জানিয়েছেন দলের দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
গত ৫ অক্টোবর ১৮ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া সরকারের একদলীয় নির্বাচন প্রতিহত করতে সারাদেশে কেন্দ্রভিত্তিক সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দেন। সিলেটে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনে খালেদা জিয়ার নির্দেশের পর বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলো।
গত ৫ অক্টোবর ১৮ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া সরকারের একদলীয় নির্বাচন প্রতিহত করতে সারাদেশে কেন্দ্রভিত্তিক সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দেন। সিলেটে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনে খালেদা জিয়ার নির্দেশের পর বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলো।
রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, দলীয় চেয়ারপারসনের নির্দেশে প্রতিটি জেলায় ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দিয়ে জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে। সংগ্রাম কমিটিতে বিএনপি ছাড়াও ১৮ দলীয় জোটের শরীকদলগুলোর নেতাকর্মীদের সমন্বয় করতে বলা হয়েছে। এছাড়াও যেসব রাজনৈতিক দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় তাদেরকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
কবে চিঠি দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সুনির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই, তবে যত দ্রুত সম্ভব কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও দলের স্থায়ী কমিটির একাধিক সদস্যর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় জেলায় সংগ্রাম কমিটি গঠনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে জেলায় জেলায় চিঠি দেওয়া হলেও কেন্দ্রীয়ভাবে বিষয়টি নিয়ে জোটের শরীক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।
এদিকে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একদলীয় নির্বাচন প্রতিহত করার উদ্দেশ্য কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করা হলেও ওই কমিটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের চলমান আন্দোলনকে সফল করতেও কাজ করবে।
স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বলেন, ১৮ দলীয় জোট শরীকদলগুলোকে নিয়েই তো আমরা আন্দোলন করছি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে কর্মসূচি ও কৌশল নির্ধারণ করা হচ্ছে। সংগ্রাম কমিটি নিয়েও আলোচনা হবে।
COMMENTS