নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মঞ্চ তৈরির জন্য সরঞ্জামসহ চার ভ্যান বাঁশ জব্দ করেছেন পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ জব্দের ঘটনা ঘটে।
শুক্রবার নয়াপল্টনে ১৮ দলের সমাবেশের মঞ্চ তৈরির জন্য এ বাঁশ আনা হয়েছিল বলে জানা গেছে।
ডিএমপির সহকারী কমিশনার(মিডিয়া) আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেহেতু বিএনপিকে পল্টনে সমাবেশের অনুমতি দেয়া হয়নি সেহেতু বাঁশগুলো থানায় নিয়ে আসা হয়েছে।
জানতে চাইলে তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় হবে।
COMMENTS