পলাশ প্রধানঃ গাজীপুরে বিএনপি ও এর অঙ্গ দলসমূহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পৌর (সাবেক) বিএনপির উদ্যোগে এই মিছিল সমাবেশ হয়।
বিকেল সোয়া ৫টায় রাজবাড়ি রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নের্তৃত্ব দেন সাবেক পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাজহারুল আলম ও সাখাওয়াত হোসেন সবুজ। পরে দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, খান জাহিদুল ইসলাম, এড. তৌহিদুল ইসলাম রনি, ছাত্রদল আজিম উদ্দিন কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান রাজু, খন্দকার নাজমুল হাসান সুমন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন, সদর থানা কৃষক দলের সভাপতি বেনজীর আহমেদ, জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেল, মোতালিব হোসেন, মুশফিকুর রহমান সেলিম, এড. বিপ্লব, আশরাফুল হক বাদল, মহিলা দলের নেত্রী সোহেলী সুলতানা প্রমুখ।
COMMENTS