মহানগরের টঙ্গী-ঘোড়াশাল সড়কের মিরের বাজারে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় এক সহকারী দারোগা ও তিন কনস্টেবলসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় তাদের বরখাস্তের খবর জানা যায়।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় তাদের বরখাস্তের খবর জানা যায়।
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন হলেন- গাজীপুর মহানগরের পুবাইল পুলিশ ফাঁড়িতে কমর্রত ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এবি) আবুল কাওসার, কনস্টেবল খায়রুল ইসলাম, রুস্তম আলী ও কৃষ্ণ কুমার।
পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুহাম্মদ মিস্টার আলী চার সদস্যকে বরখাস্তের বিষয়টি কাছে স্বীকার করেন।
স্থানীয়রা জানান, এই চার পুলিশ সদস্য বৃহস্পতিবার ক্রমাগত যানবাহনে চাঁদাবাজি করে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা গাজীপুর পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
পরে পুলিশ সুপার সিভিল পোশাকে পুলিশের একটি দল পাঠালে তারা ঘটনার সত্যতা খুঁজে পান।
গাজীপুর পুলিশ সুপার আবদুল বাতেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশের চার সদস্যের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
COMMENTS