জেলা-উপজেলাসহ পাঁচটি ইউনিটের নতুন কমিটি গঠন করেছে ছাত্রলীগ। ইউনিটগুলো হলো গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা।
শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল ওই পাঁচ ইউনিটের নতুন কমিটি অনুমোদন হয়েছে বলে গাজীপুর অনলাইনকে নিশ্চিত করেছেন।
শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল ওই পাঁচ ইউনিটের নতুন কমিটি অনুমোদন হয়েছে বলে গাজীপুর অনলাইনকে নিশ্চিত করেছেন।
নবগঠিত কমিটির নেতারা হলেন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ। সহসভাপতি মির্জা মোবাশ্বেরুল হক, হিমাংশু, সাজিদ হাসান শাওন ও আব্দুল হান্নান। যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ও শাকিল মাহমুদ। সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া ও রাজীব বসাক। এ ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল হাসান নিপুনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম পিয়াস। সহসভাপতি আব্দুল আল কাফি, রেদোয়ান মো. ফারুক ও এহসানুল কবির আরিফ। যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও রাকিবুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক নেওয়াজ পাটোয়ারী শোভন ও জোনায়েদ হোসেন।
![]() |
মাসুদ রানা এরশাদ ও তৌহিদুল ইসলাম দীপ |
গাজীপুর জেলায় দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে এক বছর মেয়াদি ও কালেয়াকৈর উপজেলায় আসাদুজ্জামান আসাদকে আহ্বায়ক করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া গাজীপুর মহানগর ইউনিটে মো. মাসুদ রানা এরশাদকে সভাপতি ও তৌহিদুল ইসলাম দীপকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
COMMENTS