মমিনুলের ১৮১ রান করার পর সোহাগ গাজীর ১০১ রানকে ভর করে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০১ রান সংগ্রহ করেছে। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে টপকে গেছে বাংলাদেশ। এর ফলে প্রথম ইনিংসে ৩২ রানে এগিয়ে আছে বাংলাদেশ। সোহাগ গাজী অপরাজিত ১০১ রান করেন।
উল্লেখ্য, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৬৭.১ ওভার খেলে ৪৬৯ রান সংগ্রহ করে।
সকালে আগের দিনের ৭ উইকেটে ৩৮০ রান নিয়ে দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান সোহাগ গাজী ও আব্দুর রাজ্জাক। মাত্র ৭ রান যোগ করে দলীয় ৩৮৭ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে আউট হন আব্দুর রাজ্জাক।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার সকালে টসে জিতে ব্যাট করতে নামে সফরকারী নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৪৬৯ রানের বড় সংগ্রহ গড়ে অতিথিরা।
নিউজিল্যান্ডের পক্ষে উইলিয়ামসন ১১৪ ও ওয়াটলিং ১০৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে আব্দুর রাজ্জাক ৩টি, সোহাগ গাজী ও সাকিব আল হাসান ২টি এবং রুবেল হোসেন, নাসির হোসেন ও মমিনুল হক ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার ২ উইকেটে ১০৩ রানে দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
শুক্রবার চতুর্থ দিনের খেলা শেষ করে ৭ উইকেটে ৩৮০ রানে। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। তিনি করেন ১৮১ রান। অধিনায়ক মুশফিকুর রহিম করেন ৬৭ রান।
আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এছাড়া টাইগারদের সঙ্গে ৩টি এক দিনের ম্যাচেও মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড। খেলাগুলো হবে ২৯ ও ৩১ অক্টোবর এবং ৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে সফরকারীদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসের প্রথম সেশনে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, নাসির হোসেন, এনামুল হক, রুবেল হোসেন, রবিউল ইসলাম, মমিনুল হক, সোহাগ গাজী ও আবদুর রাজ্জাক।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, পিটার ফুলটন, ইশ সোদি, কোরি অ্যান্ডারসন, ব্রুস মার্টিন, হ্যামিশ রাদারফোর্ড, রস টেইলর, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
আর সিলেট স্টেডিয়ামে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টি-২০ ম্যাচটি। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ সফর শেষ করবে নিউজিল্যান্ড।
COMMENTS