পরিবেশগত ক্ষতিসাধনের জন্য গাজীপুর সদর উপজেলার করমপুর এলাকার মেসার্স ক্রিসেন্ট কেমিক্যালস লিমিটেড কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ।
গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারখানার বিষাক্ত গ্যাস বাতাসে নির্গত হয়ে কুদাবো গ্রামের বিভিন্ন বাড়ির গাছের পাতা, পুকুরের কুচরিপানা ও সবজি বাগানের অংশবিশেষ বিনষ্ট হয়ে গেছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি পদির্শকদলের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর ওই কারখানার মালিক/প্রতিনিধিকে সদর দপ্তরে তলব করে শুনানি গ্রহণ করা হয়। পরে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
শুনানিতে কারখানার চেয়ারম্যান ক্যাপ্টেন আব্দুস সবুর খান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। তারা অপরাধ স্বীকার করে ক্ষতিপূরণ প্রদান করেন এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না মর্মে অঙ্গীকার করেন।
COMMENTS