গাজীপুরে গণপিটুনিতে আহত আবদুল মালেক (৪২) নামের এক ডাকাত সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে তিনি মারা যান।
নিহত মালেক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বাসিন্দা আবদুল জলিল মিয়ার ছেলে।
নিহত মালেক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বাসিন্দা আবদুল জলিল মিয়ার ছেলে।
ব্যবসায়ি তোফাজ্জল হোসেনের শ্যালক মো. নাজু মিয়া জানান, গাজীপুর মহানগরের ১১ নং ওয়ার্ডের কোনাবাড়ির রাজাবাড়ি এলাকায় ভগ্নিপতি তোফাজ্জলের বাড়িতে সোমবার রাত দুইটার দিকে লাঠিসোটাসহ ১২-১৩ জন ডাকাত হানা দেয়। তারা নগদ আড়াই লাখ টাকা ও সাত ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে।
কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দুর্বৃত্তরা রাতে পাশের আবদুল করিমের একতলা বাড়ির ছাঁদ থেকে মই ব্যবহার করে ব্যবসায়ী তোফাজ্জলের দোতলার বাড়ির ছাঁদের ওঠে। পরে সেখানকার সিড়ির খোলা দরজা দিয়ে তারা ঘরের ভেতরে ঢুকে তোফাজ্জল ও তার স্ত্রী পারভীনকে আটক করে মারধোর করে। এ সময় মা-বাবাকে রক্ষা করতে দুছেলে এগিয়ে গেলে ডাকাতরা তাদের ওপরও হামলা চালায়। এতে তারা আহত হন।
পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন ছুটে আসলে ডাকাত দল পালাতে চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ডাকাত সদস্য মালেককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। চিকিৎসাধীন অবস্থায় ডাকাত সদস্য সোমবার সকাল ৯টায় মারা গেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, ঘটনাটি আসলে ডাকাতি নয়, চুরি।
COMMENTS