শেখ হারুন অর রশিদঃ বিএনপি ও ১৮ দলের নের্তৃত্বাধীন টানা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিনে রাজধানীর অদূরে আশুলিয়া, সাভার ধামরাই, নবীনগর কবিরপুর ও সফিপুর বাজারে তিনটি যাত্রিবাহী গাড়িসহ অন্তত ৮টি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
ভোর রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেট এর সামনে এবং ঢাকা টাংঙ্গাইল মহাসরকের জামগড়ার সরকার মার্কেটে এলাকায় যাত্রীবাহি গাড়িতে আগুন দিয়েছে হরতালকারীরা। ঢাকা ডিইপিজে এর অগ্নি নির্বাপক কর্মী এবং পরে সাভার ফায়ার সর্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল। এছাড়াও ভোর রাতে ২টি মোটর সাইকেলে করে চারজন যুবক এসে কবিরপুর এলাকায় যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়।
এদিকে বিকেলে সফিপুরে একটি যাত্রীবাহি লেগুনা গাড়িতে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ে বাথুলি বাসস্টান্ডে একটি মাছ বাহি গাড়িতে আগুন দেয় হরতালকারীরা।
সাভার থানার এ,এস,পি মশিউদ্দোলা রেজা জানিয়েছেন, হরতালের আগে গভীর রাতে আমিন বাজার, সাভার এলাকায় কয়েকটি যানবাহন ভংচুর, গাড়িতে আগুন ও চারটি হাতবোমার বিস্ফোরন ঘটায় হরতালকারীরা।
COMMENTS