দেওয়ানবাগী নিজেকে খোদা বলে দাবী করেছেন। মজার বিষয় হচ্ছে তিনি দাবী করছেন যে, রাসূল (সা:) এর কন্যা হযরত ফাতেমা (রা:)তার বর্তমান স্ত্রী। তিনি তার ভক্তদের এ বিষয়ে নছিহত করছেন। তিনি বলেন, রাসূলের কন্যা ফাতেমা তার স্ত্রী হওয়ার জন্য পুনর্জন্ম নিয়েছেন। তিনি আরশে বসে আছেন। আরশে তিনি বসে আছেন তার ভক্তদের জান্নাতে নেওয়ার জন্য।
তার এমন একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে তার বেশ কয়েকটি বক্তৃতা বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তার কথা শুনে মনে হচ্ছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। তার বিশাল দেহ ও বপু ঝুলিয়ে তিনি কিভাবে মানুষের সাথে ধর্ম নিয়ে ব্যবসা করছেন এবং অসহায় সাধারণ ভক্তদের অর্থ আত্মসাৎ করছেন তা যেন দেখার কেউ নেই। এর আগেও তিনি চরমোনাইয়ের পীর সাহেবের সমর্থকদের সাথে সংঘর্ষে রক্তপাত করতে দ্বিধাবোধ করেননি। তার আছে পাশে অনেক প্রভাবশালী নেতাকেও ঘুরঘুর করতে দেখা যায়। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধর্মের আড়ালে সাধারণ ধর্মপ্রাণ মানুষের ধর্ম বিশ্বাস নিয়ে খেলা করছেন।
সম্প্রতি ভারতে আশাবাপু নামে এক হিন্দু যাযক কোমলমতী মেয়েদের ধর্ষণ করে নিজেকে ধর্মব্যবসায়ী প্রতারক হিসেবে প্রমাণ করেছেন। এই দেশেও এমন ঘটনা বিরল নয়। কিন্তু দেওয়ানবাগী ঔদ্ধত্য অমার্জনীয় তিনি নিজেকে খোদা বলে দাবী করছেন।
বিষয়টি সংশ্লিষ্ট মহল বিশেষ দৃষ্টিপাত না করলে দেশে একটি অরাজকতার প্রমাণ মিলবে।
COMMENTS