গত ঈদ উল ফিতরে বাংলাভিশনে প্রচারিত হয়েছিল ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘জামাই আদর’। এবার জামাই আদরের সিকুয়্যল ধারাবাহিক নির্মিত হয়েছে ‘জামাই পাগল’।
সালাহ্উদ্দিন লাভলু’র পরিচালনায় ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘জামাই পাগল’ বাংলাভিশনে প্রচারিত হবে পবিত্র ঈদ-উল-আযহা’য় ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে। নাটকটি লিখেছেন কাজী শাহীদুল ইসলাম।
সালাহ্উদ্দিন লাভলু’র পরিচালনায় ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘জামাই পাগল’ বাংলাভিশনে প্রচারিত হবে পবিত্র ঈদ-উল-আযহা’য় ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে। নাটকটি লিখেছেন কাজী শাহীদুল ইসলাম।
নাটকটি সম্পর্কে সালাহ্উদ্দিন লাভলু বলেন, ‘গত ঈদের জামাই আদর নাটকটি অনেক জনপ্রিয় হয়েছিল। এবার সিকুয়্যলের গল্পটি আরও ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আখম হাসান, ভাবনা, রুনা খান, প্রাণ রায় প্রমুখ।
COMMENTS