কালীগঞ্জে ইয়াবাসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ১৩ অক্টোবর রবিবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মো. আজিজুল ইসলাম (৩৫), মো. ইমরান হোসেন (২৫), মো. খোকন মিয়া (২৪) ও মো. হিরন মিয়া (২৭)।
থানা সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে তুমলিয়া ইউনিয়নের ভাইয়াসূতী গ্রামে মাদক ব্যবসায়ী কনকের মুরগীর ফার্মে এএসআই মো. আনোয়ার হোসেন ও মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ ইয়াবা ব্যবসায়ী আটক করে। এ বিষয়ে এএসআই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা করেছেন।
উল্লেখ্য, ইয়াবা ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম ও ইমরান হোসেন বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে র্যাব ও কালীগঞ্জ থানা পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও জামিনে ছাড়া পেয়ে পুনরায় তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
COMMENTS