চল্লিশ লিটার মদসহ শ্রীপুরের চিহ্নিত দু’মাদক ব্যবসায়ীকে আটক করে ৪৫ হাজার টাকা ঘুষ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা না দিয়ে ৩৪ ধারায় গাজীপুর আদালতে পাঠিয়েছে শ্রীপুর মডেল থানা পুলিশ। ৬ অক্টোবর রবিবার শ্রীপুর মডেল থানায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ৫ অক্টোবর শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪০লিটার মদসহ উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিমপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে মোফাজ্জল হোসেন (৪০) ও স্থানীয় মান্নানের বাড়ীর ভাড়াটিয়া মাদারীপুর সদর উপজেলার রতন মিয়ার পুত্র মোস্তফা কামালকে (৩২) আটক করে। পরে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান তাদেরকে থানায় নিয়ে আসে। ওইদিন গভীর রাত পর্যন্ত ওই মাদক ব্যবসায়ীদের স্বজনেরা এসআই মজিবুর রহমানের সাথে আসামীদেরকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য একাধিকবার বৈঠক করে। বৈঠকে দারোগা মজিবুর তাদেরকে ছাড়িয়ে নিতে হলে এক লাখ টাকা দিতে হবে অন্যথায় আটককৃতদের কঠিন মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে বলে তাদের স্বজনদের জানিয়ে দেওয়া হয়।
পরদিন ৬ অক্টোবর রবিবার আসামী পক্ষের লোকজন ৪৫ হাজার টাকা ঘুষ দিয়ে দারোগা মজিবুর রহমানকে কঠিন মামলা না দেওয়ার জন্য অনুরোধ জানায়। পরে আটককৃত চিহ্নিত দু’মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা না দিয়ে ৩৪ ধারায় গাজীপুর আদালতে পাঠায় শ্রীপুর মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে অভিযুক্ত শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানকে ৪৫ হাজার টাকা ঘুষ ও ৩৪ ধারায় আদালতে পাঠিয়েছেন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি ঘুষ গ্রহনের কথা অস্বীকার না করে সাংবাদিকদের বলেন আমি যে ধারা’ই পাঠাইনা কেন আপনি (সাংবাদিক ভাই) আমার সাথে একটু দেখা করেন।
COMMENTS