কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার ৯৮টি পূজা ম-পে ৫দিন ব্যাপী শুরু হয়েছে হিন্দু ধর্মাবালম্বীদের শারদীয় দুর্গোৎসব।
কালিয়াকৈর পূজা উদযাপন কমিটি সুত্রে জানা গেছে, সকালে কল্পারম্ভ এবং সায়নকালে দেবীর বোদন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে।
কালিয়াকৈর পূজা উদযাপন কমিটি সুত্রে জানা গেছে, সকালে কল্পারম্ভ এবং সায়নকালে দেবীর বোদন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে।
কমিটির সাধরণ সম্পাদক রাধা গোবিন্দ সরকার জানান, সকাল থেকে উপজেলার ৯৮টি পূজামণ্ডপে চন্ডিপাঠে মূখরিত হয়ে উঠে ম-প এলাকা।
আগামী ১৪ অক্টোবর সোমবার উপজেলার ৪টি স্থানে দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে সর্ব বৃহৎ এ উৎসবের সমাপ্তি ঘটবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করার লক্ষে আজ বৃহস্পতিবার থেকে পুলিশ, আনসার ও নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে।
COMMENTS