হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোরের মন্দিরগুলোতে প্রতিমা তৈরির পাশাপাশি মন্দিরের শোভা বর্ধনের কাজও চলছে। আর নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ মণ্ডপ ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন।
এদিকে শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার ক্ষণগণনা। গাজীপুরে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে আলোক সজ্জার মাধ্যমে মন্দিরের শোভা বর্ধনের কাজ। শেষ মুহূর্তের এ প্রস্তুতিতে দিন-রাত এক করে কাজ করছেন সংশ্লিষ্টরা। উৎসবকে সামনে রেখে চলছে মেলার প্রস্তুতিও।
প্রতিমা তৈরির এ কর্ম তৎপরতা দেখতে উৎসাহের সঙ্গে মন্দিরগুলোতে ভিড় করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ব্যাপক প্রস্তুতির কারণে নির্বিঘ্নে পূজা উদযাপনের ব্যাপারে আশাবাদী জেলা পূজা উদযাপন পরিষদ।
COMMENTS