ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই ছবি মুক্তির হিড়িক পড়ে। কারণ ঈদে দর্শকরা সবচেয়ে বেশি হল মুখো হয়। আর তাই চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই ঈদে অন্তত একটি ছবি মুক্তি দেয়ার চেষ্টায় থাকেন। এবারের কোরবানির ঈদেও এর ব্যাতিক্রম হচ্ছেন না। কোরবানীর ঈদকে টার্গেট করে অনেকেই ছবি নির্মাণ করলেও সেন্সর জটিলতাসহ নানা কারণে এখন পর্যন্ত মাত্র তিনটি ছবি মুক্তির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ছবিগুলো হলো- ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ এবং ‘কি প্রেম দেখাইলা’।
অন্যদিকে ঈদকে টার্গেট করে নির্মিত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি’ ছবিটি মুক্তির আগেই আলোচনায় আসে। ইফতেখার চৌধুরী পরিচালিত শুভ-মাহী জুটির প্রথম ছবি মুক্তির সব আয়োজন সম্পন্ন করলেও শেষ মুহূর্তে ছবিটি আর মুক্তি পাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।
অন্যদিকে ঈদকে টার্গেট করে নির্মিত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি’ ছবিটি মুক্তির আগেই আলোচনায় আসে। ইফতেখার চৌধুরী পরিচালিত শুভ-মাহী জুটির প্রথম ছবি মুক্তির সব আয়োজন সম্পন্ন করলেও শেষ মুহূর্তে ছবিটি আর মুক্তি পাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, ঈদে উল্লেখিত তিনটি ছবি ছাড়া, আরো বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই এ ব্যাপারে নিশ্চিতভাবে বলা যাবে। তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে উল্লেখিত ছবি তিনটিও দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করতে পেরেছে। এই ছবিগুলোর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
সাকিব-জয়া জুটির প্রথম ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। সাফি উদ্দিন সাফি পরিচালিত ছবিটির চিত্রনাট্য করেছেন রুম্মান রশিদ খান। ছবিটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। ছবিটি এরই মধ্যে সেন্সরে ছাড়পত্র পেয়েছে।
আশাবাদী ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘আশা করছি সাকিব-জয়ার প্রথম ছবিটি দর্শক ভালোভাবে নেবে। দুই ভূবনের দুই বাসিন্দার অভিনয় দেখার জন্যে অন্তত একবার হলে আসবে দর্শক।’
ছবিতে আরো অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা. আনোয়ারাসহ আরো অনেকে। শওকত আলী ইমনের সুর ও সংগীতে ছবিটিতে গান গেয়েছেন এসআই টুটুল, ন্যান্সি, সোনিয়া, কিশোর, রন্টি দাশসহ আরো অনেকে।
এবারের ঈদে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ প্রায় অর্ধশত হলে মুক্তি পেতে যাচ্ছে।
ফুল অ্যান্ড ফাইনাল
সাকিব-ববি জুটির প্রথম ছবি ‘ফুল অ্যান্ড ফাইনাল’ পরিচালনা করেছেন মালেক আফসারী। হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিটি এবারের ঈদে মুক্তির সব আয়োজন সম্পন্ন করেছে। ছবিতে সাকিবের বিপরীতে ভিলেন হিসেবে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় নায়ক অমিত হাসান।
প্রযোজক তাপসী ঠাকুর বলেন, ‘এরই মধ্যে প্রায় পঞ্চাশটি হলে ছবিটির বুকিং সম্পন্ন হয়েছে। আশা করছি শতাধিক হলে ছবিটি মুক্তি দিতে পারবো।’
‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবিটির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ এবং নৃত্য পরিচালনা করেছেন তানজিল। ছবির একটি আইটেম গানে সাকিবের সঙ্গে পার্ফম করেছে ঈগল ড্যান্স গ্রুপ।
কি প্রেম দেখাইলা
শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত ‘কি প্রেম দেখাইলা’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী ও আঁচল। অন্যদিকে দীর্ঘদিন পর রোমান্টিক ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন এক সময়ের সাড়া জাগানো দুই অভিনয়শিল্পী ববিতা ও আলীরাজ।
ছবিটি অনেকদিন থেকেই মুক্তির অপেক্ষায় থাকার পর এবারের ঈদে মিলছে শুভমুক্তি। রোমান্টিক ঘরানার ছবি ‘কি প্রেম দেখাইলা’ এরই মধ্যে প্রায় ৩০টি হলের বুকিং মানি হাতে পেয়েছে।
ছবিটির বিষয়ে বেশ আশাবাদী দীর্ঘদিন পর ছবি নির্মাণ করতে আসা পরিচালক শাহ মোহাম্মদ সংগ্রাম বলেন, ‘নতুন এই জুটির ছবিটি এবারের ঈদের সবচেয়ে রোমান্টিক ছবি। ছবিটি দেখে দর্শক মনে রাখবে।’
COMMENTS