রাজীব সরকারঃ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন,আমরা মানসম্মত শিক্ষা ও শিক্ষক তৈরীতে অধিক গুরুত্ব দিচ্ছি। কারিগরী ও ভোকেশনাল শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছি এবং গত পাঁচ বছরে কারিগরী ও ভোকেশনাল শিক্ষা বিষয়ে শিক্ষার্থীও বেড়েছে ৬ গুন। আমরা মানসম্মত উচ্চ শিক্ষা নিশ্চিত করতে গবেষনা সুবিধা বৃদ্ধির চেষ্টা করছি।
আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রজন্ম তৈরীর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা, বিজ্ঞানও প্রযুক্তি নির্ভর বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাই। একই সাথে আমরা উচ্চমানের নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমিক প্রজন্ম তৈরী করতে চাই।
তিনি আজ বুধবার গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ২৭তম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: এম ইমতিয়াজ হোসেন, ঢাকাস্থ সৌদি আরবের রাষ্ট্রদূত ড: আব্দুল্লাহ বিন নেছার আল বুসাইরী, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব ড: কামাল আব্দুল নেসার চৌধুরী, ওআইসি মহাসচিবের প্রতিনিধি মোহাম্মদ আহমেদ জঘুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ১৬টি দেশের মোট ২৯২জন শিক্ষার্থীকে স্নাতকোত্তর ডিগ্রী, স্নাতক ডিগ্রী ও ডিপ্লোমা দেওয়া হয়। সর্বোচ্চ মেধাবী ছাত্র বাংলাদেশের মো: শাহরিয়ার ইসলামকে ওআইসি স্বর্নপদক দেওয়া হয়। নাফিউল রশিদ, মো: ঘুলাম সাবের, ইজাজ মাহমুদ চৌধুরী ও গুমা আলী নামে ৪ ছাত্রকে আইইউটি স্বর্ন পদক প্রদান করা হয়।
COMMENTS