কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনার ঘটেছে। অগ্নিদগ্ধ হয়ে সোমবার মধ্যরাতে একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শুভাষ চন্দ্র পাল (৫৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতরা হলেন- শুভাষ চন্দ্র পালের স্ত্রী রিনা (৪৫), তাদের ছেলে রিন্টু (২৮), সুমন (১৭) ও মেয়ে রোমকি (১৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের পূবাইল এলাকার ছিকুলিয়া এলাকার শুভাষ চন্দ্র পাল স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘ দিন ধরে কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকায় আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকতো। ওই বাড়ির মালিক আবুল হোসেন গত রোববার রাতে বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন। গত সোমবার রাতের রান্না ঘরের গ্যাসের চুলার স্থানে ফুটো হয়ে গ্যাস বের হতে থাকে। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাসার সবগুলি রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। রাত তিন টার দিকে শুভাষ চন্দ্র ঘুম থেকে উঠে সিগারেট ধরাচ্ছিল। এসময়ে ম্যাচের আগুন থেকে ধাউ ধাউ করে পুড়ো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং একই পরিবারের পাঁচ সদস্যের গায়ে আগুন ধরে যায়। পরে তাদের চিৎকারে ওই বাসার পাশের ইউনিটের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুভাষ মারা যান।
বাসার মালিক আবুল হোসেন জানান, বাসায় গ্যাস সংযোগ নতুন দেয়া হয়েছে। তবে সেখানে ফুটো ছিল কিনা সেটা তার জানা নেই।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
COMMENTS