মহানগরীর সাতাইশ ও বড়বাড়ি এলাকায় বৃহস্পতিবার তিনটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।
শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর) এর সহকারি পুলিশ সুপার আ স ম সামসুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাতাইশ এলাকার ভিয়েলা টেক্স এবং এর অঙ্গ প্রতিষ্ঠান বড়বাড়ি এলাকার পোশাক কারখানা ইন্টার ফেবের শ্রমিকরা ঈদের ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১০ দিন করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।
শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর) এর সহকারি পুলিশ সুপার আ স ম সামসুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাতাইশ এলাকার ভিয়েলা টেক্স এবং এর অঙ্গ প্রতিষ্ঠান বড়বাড়ি এলাকার পোশাক কারখানা ইন্টার ফেবের শ্রমিকরা ঈদের ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১০ দিন করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।
তিনি জানান, পরে আলোচনার মাধ্যমে কর্তৃপক্ষ দাবি নেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সামসুর রহমান জানান, সকালে বড়বাড়ি এলাকায় সাহরীন সোয়েটার কারখানায় শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধের কথা ছিল। তবে শ্রমিকরা সকালে কারখানায় গিয়ে তা বন্ধ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে।
তিনি জানান, এসময় শ্রমিকরা তাদের পিস রেট বাড়ানোরও দাবি জানায় এবং তা দ্রুত পরিশোধের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
COMMENTS