কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় মঙ্গলবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এ ঘটনায় ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিক ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় ইন্টার স্টপ কারখানার শ্রমিকরা নূন্যতম মজুরী ৮ হাজার টাকা করার দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ করে। পরে ইকু টেক্স, এ্যাপেক্স হোল্ডিংস লিঃ, ফারিস্ট, ডিভাইন সহ আশপাশের কারখানার শ্রমিকরা খবর পেয়ে তারাও কর্মবিরতি পালন করে ও কারখানার ভেতরে ভাংচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা রাস্তায় নেমে আসলে পুলিশ তাদেরকে জল কামান নিক্ষেপ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় নাশকতা এড়াতে উপজেলার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর জাকির হোসেন জানান, প্রথমে ইন্টার স্টপ কারখানার শ্রমিকরা ৮ হাজার টাকা মজুরির দাবিতে কর্মবিরতি পালন করে। এক পর্যায়ক্রমে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা একই দাবিতে রাস্তায় নামার চেষ্টা করলে জল কামান নিক্ষেপ করে সড়িয়ে দেয়া হয়।
COMMENTS