হাজিরা বোনাস বাড়ানোসহ ঈদের ছুটি ১০ দিন করার দাবিতে গাজীপুরে এহসান মুনলাইট নামের একটি কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে কাঁচ ভাঙচুর করেছে বলে জানা গেছে।পরে পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে গাজীপুর নগরীর তালগাছ এলাকায় এহসান মুনলাইট সোয়েটার কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি, ৭ দিনের পরিবর্তে ১০ দিনের ছুটি দাবি এবং শ্রমিক মারধরের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে কয়েক জন শ্রমিক কারখানায় হামলা চালিয়ে কাঁচ ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।এ ঘটনায় পুলিশসহ কয়েক শ্রমিক আহত হন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।এর আগে রোববার ওই কারখানায় একই দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। ওই সময়ে বিক্ষুব্ধ শ্রমিকদের কাজে যোগদানের নির্দেশ দিলে শ্রমিকদের হাতে লাঞ্চিত হন উৎপাদন ব্যবস্থাপক আব্দুল মতিন ও কর্মপরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি কারখানার কাটিং সেকশনের লিটন নামের এক শ্রমিককে মারধর করে স্থানীয় বাসিন্দা ও কারখানার উৎপাদন ব্যবস্থাপক আব্দুল মতিন ও তার লোকজন।এ ঘটনায় বিচার চাইতে গেলে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাছাড়া তাদের হাজিরা বোনাস ও ঈদে ১০ দিনের ছুটিসহ অতিরিক্ত কাজ না করার দাবি করলে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। এ কারণে বিক্ষোভে নামেন শ্রমিকরা।গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দাবির মুখে মালিকপক্ষ ঈদে শ্রমিকদের ৭ দিনের ছুটি দিতে সম্মত হয়েছে। তারপরও শ্রমিকরা নানা অজুহাতে কারখানায় কর্মবিরতি পালন করে। এ কারণে শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
COMMENTS