গাজীপুরের ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ২৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কালিয়াকৈরে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর জাকির হোসেন ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টার স্টপ গার্মেন্টস কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল। শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। বুধবার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে গেইটে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এ সময় তারা ন্যূনতম মজুরি আট হাজার টাকা করণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর জাকির হোসেন ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টার স্টপ গার্মেন্টস কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল। শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। বুধবার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে গেইটে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এ সময় তারা ন্যূনতম মজুরি আট হাজার টাকা করণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে বিক্ষোভ করে। এ সময় তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে আশে পাশের বিভিন্ন কারখানায় গিয়ে ওইসব কারখানার শ্রমিকদের বের করে আনে। বিভিন্ন কারখানার সহস্রাধিক শ্রমিক এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা কয়েকটি কারখানায় ও যানবাহনে ঢিল ছুড়ে এবং ঝুট ও কাগজ জড়ো করে কয়েকস্থানে আগুন ধরিয়ে দেয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠাণ বন্ধ হয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন কারখানা ছুটি ঘোষণার পর বিকেলে শ্রমিকরা ওই এলাকা ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানায়, পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্বাক ভূমিকার কারণেই ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা মিছিলসহ বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিক বের করে আনায় এ ঘটনা ঘটে।
শ্রমিক অসন্তোষের কারণে পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টার স্টপ, আহসান কম্পোজিট, অ্যাপেক্স, ইকোটেক্স, ট্রপিক্যাল, ডিভাইন ও আয়মন টেক্সটাইলসহ প্রায় ২৫টি কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
একই দাবিতে ওই এলাকার বিভিন্ন কারখানার গার্মেন্টস শ্রমিকরা মঙ্গলবারও বিক্ষোভ, কর্মবিরতি ও ভাঙচুর করেছে। শ্রমিক অসন্তোষের কারণে ওইদিন অন্তত ১৩টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
COMMENTS