পলাশ প্রধান, টঙ্গী প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. আসাদুর রহমান কিরণ ৩৯ ভোট পেয়ে ১নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. আসাদুর রহমান কিরণ ৩৯ ভোট পেয়ে ১নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে নগর ভবনে সিটি মেয়র অধ্যাপক এম.এ মান্নান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মুন্সি শাহাবুদ্দিন এ নির্বাচন পরিচালনা করেন। সিটি কর্পোরেশনের প্যানেল নির্বাচনে ৭৬ জন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ৩জন প্যানেল মেয়র নির্বাচিত হয়। অপর নির্বাচিতরা হলেন, বিএনপি সমর্থিত হাসান আজমল ভূঁইয়া ৩৮ ভোট পেয়ে দ্বিতীয় ও আওয়ামীলীগ সমর্থিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি ৩৯ ভোট পেয়ে তৃতীয় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। জাঁকজমকপূর্ণ এই প্যানেলর নির্বাচনে সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলরদের ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ নেপথ্য নায়কের ভূমিকা পালন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। তিনি দিনরাত পরিশ্রম করে কাউন্সিলরদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ সমর্থিত ২জন কাউন্সিলরকে প্যানেল মেয়র পদে নির্বাচিত করার নেপথ্যে অগ্রণী ভূমিকা পালন করেন।
এ নির্বাচনে ৭৬ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোটার ভোট প্রদান করে অপর ২জন কাউন্সিলর পবিত্র হজ্বে যাওয়ার কারণে ভোট প্রদান করতে পারেননি। প্যানেল মেয়র নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত ৩ জন ও বিএনপি সমর্থিত ৩ জনসহ মোট ৬ জন কাউন্সিলর প্যানেল মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।
সিটি পরিষদের নির্বাচনপূর্ব সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মেয়রের নির্দেশনায় প্রত্যেক কাউন্সিলরকে অবশ্যই ৩টি ভোট প্রদান করতে হবে এবং এর মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা কাউন্সিলরকে প্যানেল মেয়র পদে ভোট প্রদান করার বাধ্যবাধকতার সিদ্ধান্তে ভোট গ্রহণ করা হয়। পরবর্তীতে ৩টি ব্যালট পেপার ওই সিদ্ধান্তের আলোকে মেয়রের নির্দেশে বাতিল করা হয়।
উল্লেখ্য, আসাদুর রহমান কিরণ ১৯৯৫ সালে সাবেক টঙ্গী পৌরসভার প্রথম মডেল নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। এর পর তিনি প্রথম সিটি করপোরেশন নির্বাচনসহ চারবার কাউন্সিলর নির্বাচিত হন।
উল্লেখ্য, আসাদুর রহমান কিরণ ১৯৯৫ সালে সাবেক টঙ্গী পৌরসভার প্রথম মডেল নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। এর পর তিনি প্রথম সিটি করপোরেশন নির্বাচনসহ চারবার কাউন্সিলর নির্বাচিত হন।
COMMENTS