রাজীব সরকার: আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৩-১৪ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ-এ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয় (ছাত্রী) দল এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে পরিচালক (ভারপ্রাপ্ত) হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপের ট্রফি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর-রশিদের নিকট হস্তান্তর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভুইয়া (প্রশাসন), কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ, প্রক্টর জনাব এইচ এম তায়েহীদ জামাল এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সোমবার বিষয়টি জানিয়েছেন।
COMMENTS