শেখ হারুন অর রশিদঃ বিরোধী দলের টানা ৬০ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে সাভার ফুলবাড়িয়ায় পুলিশ ও হরতাল সমর্থকদের সাথে ব্যাপক সংঘর্ষ ও গুলি বিনিময় হয়েছে। সংঘর্ষে পথচারী সহ অন্তত ২০ আহত হয়েছে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৮-টার দিকে হরতাল সমর্থনে একটি মিছিল সাভার ফুলবাড়িয়া বাসস্টেশনে আসার পর হরতাল কারীরা অন্তত ৮টি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ বাঁধা দিতে গেলে পুলিশ ও হরতাল কারীদের সাথে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া ও গুলি বিনিময় হয়। পরিস্থতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষন করে ছত্রভঙ্গ করে দেয়।
সাভার থানার এ,এস,পি মশিউদ্দোলা রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এই মূহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে কালিয়াকৈর ব্রিজের কাছে ২টি টেম্পুতে আগুন দেয় হরতাল সমর্থকরা। সংবাদ পেয়ে পুলিশ এসে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
COMMENTS