প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলাম, বিএনপি নেত্রীর তা পছন্দ হলো না। তিনি ফিরে গেলেন অনেক পেছনে। ১৯৯৬ ও ২০০১ সালে। এটা ২০১৩ সাল, আমরা চাই সামনে এগিয়ে যেতে, জনগণ আর পেছনে ফিরতে চায় না। সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে দিনাজপুরে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের জন্য দুপুরে প্রধানমন্ত্রী দিনাজপুরে যান।
মঙ্গলবার বিকেলে দিনাজপুরে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের জন্য দুপুরে প্রধানমন্ত্রী দিনাজপুরে যান।
শেখ হাসিনা অভিযোগ করেন, এখন বিএনপি নেত্রী ১৯৯৬ সালে ফিরে যেতে চান। অথচ নির্বাচনের পর সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বাড়িতে তিনি ছাত্রদলের সন্ত্রাসীদের পাঠিয়েছিলেন হামলা করার জন্য। আমরা তার নিরাপত্তা দিয়েছিলাম।
বিএনপি সরকারের সঙ্গে তার সরকারের তুলনা করে শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এসে কৃষকের পেটে লাথি মেরেছে, জিনিসপত্রের দাম বাড়িয়েছে। তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, আর আওয়ামী লীগ জনগণকে নিয়ে ভাবে। আওয়ামী লীগের আমলে দেশের সুদিন ফিরে এসেছে। হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আমাদের নির্বাচনী ওয়াদা ছিল।
সেই বিচার আমরা শুরু করেছি। আমাদের বিএনপি নেত্রীর মনে এখন খুব দুঃখ। কারণ তিনি যে নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন তারা এখন বিচারের মুখোমুখি। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, আমি বিরোধী দলীয় নেতাকে সংলাপের আহ্বান জানালাম, আর তিনি গরু খাওয়ানোর লোভ দেখিয়ে শাপলা চত্বরে হেফাজতকে বসালেন, ধ্বংসযজ্ঞ চালালেন।
COMMENTS