প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার তারা পরস্পরকে ঈদকার্ড পাঠিয়ে এ শুভেচ্ছা জানান।
দুপুর ১টায় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার মো. আকতার হোসেন বিরোধী দলীয় নেতার কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সহকারী একান্ত সচিব সুরাতুজ্জামানের হাতে কার্ড পৌঁছে দেন। দেড়টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার প্রোটোকল অফিসারের কাছে খালেদা জিয়ার কার্ড পৌঁছে দেন সুরাতুজ্জামান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ খবর নিশ্চিত করেছেন।
COMMENTS