রাজীব সরকারঃ জনগণের মোবাইলে ফোন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা! ফোনে তিনি তাঁর সরকারের উন্নয়নকাজের কথা বলছেন। বিভিন্ন বিষয়ে আহ্বান জনাচ্ছেন।
মঙ্গলবার সন্ধা ৭ টা ৪৬ মিনিটে ০১৯২০৯৯... নম্বরে ফোন আসে। এ সময় ফোন রিসিভ করলে শোনা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্ঠ। যেখানে রেকর্ডকৃত বক্তব্যে তিনি শিক্ষা বিষয় নিয়ে কথা বলেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এম তুষারী জানান, দু’একদিন আগে আমার মোবাইলেও একটি টেলিটক নম্বর থেকে ফোন আসে। রিসিভ করে শুনতে পাই প্রধানমন্ত্রীর রেকর্ড করা বক্তব্য।
মঙ্গলবার সন্ধা ৭ টা ৪৬ মিনিটে ০১৯২০৯৯... নম্বরে ফোন আসে। এ সময় ফোন রিসিভ করলে শোনা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্ঠ। যেখানে রেকর্ডকৃত বক্তব্যে তিনি শিক্ষা বিষয় নিয়ে কথা বলেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এম তুষারী জানান, দু’একদিন আগে আমার মোবাইলেও একটি টেলিটক নম্বর থেকে ফোন আসে। রিসিভ করে শুনতে পাই প্রধানমন্ত্রীর রেকর্ড করা বক্তব্য।
এর আগে ৮ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার মো. দুলাল নামের এক যুবকের মোবাইলেও ফোন বেজে উঠে। এসময় মোবাইল রিসিপ করলেই শেখ হাসিনার বক্তব্য শোনা যায় বলে জানান তিনি।
এছাড়া ১৫ দিন আগে গাজীপুরের আমিনুল ইসলামের মোবাইলে ফোন করে শিক্ষা বিষয় নিয়ে রেকর্ড করা বক্তব্য দিয়েছনে প্রধানমন্ত্রী।
এদিকে গাজীপুরের বেশকিছু মানুষের সাথে কথা বলে জানা যায়, তাদের মোবাইলেও এ ধরণের ফোন এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বেশ কয়েক মাস ধরে বিভিন্ন পেশার মানুষের মোবাইল ফোনে টেলিটক নম্বর ০১৫১২৩৪৫৬৭৮ থেকে বিভিন্ন সময় ফোন করে বক্তব্য প্রচার করা হচ্ছে।
COMMENTS