আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথিত কোমল পানীয় ‘মজো’ কুরবানী এবং কোরবানীর পশু নিয়ে এসএমএর-এর মাধ্যমে জুয়ার আয়োজন করায় এর তীব্র নিন্দা প্রতিবাদ ও অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে তথ্যপ্রযুক্তি আন্দোলন।
রবিবার সকাল সাড়ে ১১ টায় তথ্যপ্রযুক্তি আন্দোলনের পুরানা পল্টনস্থ কার্যালয়ে সংগঠনের জুলীয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনির্ধারিত সভায় এ দাবি জানানো হয়। সভায় তথ্যপ্রযুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক শার্দুল আহমেদ সেনা, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট , আইসিটি অব বাংলাদেশ- ইয়াহু গ্রুপের মডারেটর ও গাজীপুর অনলাইনের প্রধান সম্পাদক এম.এ. কবির, মো. কামরুজ্জামান ও মো. আরব আলী বিশ্বাস, সেলিম মোড়ল, জাহিদ হাসান মিন্টু, শেখ মোহাম্মদ জুয়েল, শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে অনুমোদন নিয়ে মোবাইল টেলিফোনের এসএমএসের মাধ্যমে জুয়া চালু করে আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। জুয়ায় জনগণকে আকৃষ্ট করার জন্য তারা বিভিন্ন গণমাধমে বিজ্ঞাপন প্রচার করছে। বিজ্ঞাপনে বলা হচ্ছে এসএমএস করা হলে কোরবানীর জন্য তিনটি উট দেয়া হবে। এ ব্যাপারে মুসল্লিরা জানিয়েছেন জুয়ায় জেতা পশু কুরবানী জায়েজ নয়। অবিলম্বে এই জুয়া বন্ধ করা না হলে বিষয়টি নিয়ে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে।
সভায় অবিলম্বে এই জুয়া বন্ধ করে এ পর্যন্ত করা সকল এসএমএসের টাকা সংশ্লিষ্ট গ্রাহকের মোবাইলে ফেরত দেয়া দাবি জানানো হয়। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সকলকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
COMMENTS