মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীতে রোববার ভোরে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চার হাজার ২০০পিস মা ইলিশ আটক করেছে কোস্ট গার্ড। পৃথক তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে মাছগুলো উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানান, ১৩অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে ফতুল্লাস্থ পাগলা কোস্ট গার্ডের টিম লিডার পেটি অফিসার এমএ হানিফের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে নিয়মিত টহলের সময় এমভি জামাল-৩, এমভি ফারহান-৩ ও মশিউর খান নামক যাত্রীবাহী তিনটি লঞ্চে অভিযান চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় চার হাজার ২০০ পিস মা ইলিশ আটক করা হয়।
আটককৃত ইলিশ ভোরেই নারায়নগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগমের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্থান্তর করা হয়েছে।
মর্জিনা বেগম জানান, আটককৃত ইলিশ ২৩অক্টোবরের পরে নিলামে বিক্রি করে সরকারের কোষাগারে অর্থ জমা দেয়া হবে। তিনি আরো জানান, ১৩অক্টোবর থেকে ১১ দিন পর্যন্ত যেকোন ধরনের ইলিশ ধরা, ক্রয়বিক্রয়, পরিবহণ ও গোদামজাত করা সম্পূর্ন নিষেধ করা হয়েছে। এছাড়া ওই ১১ দিনের জন্য নারায়নগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
COMMENTS