ভারতে মধ্যপ্রদেশের দাতিয়া জেলার রত্নগড় মন্দিরে রোববার পদদলিত হয়ে ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। এছাড়া আরো বেশ কয়েকজন সিন্ধু নদীতে পড়ে যায় বলেও জানা গেছে। তবে তাদের সংখ্যা কত তা জানা যায়নি।
এনডিটিভি জানায়, রোববার দুর্গাপূজায় যোগ দিতে মন্দিরটিতে পাঁচ লাখের বেশি ধর্মপ্রাণ হিন্দু জমায়েত হয়েছিল। এ সময় উপচে পড়া ভীড়ে পদদলিত হয়ে ৬০ জন প্রাণ হারায়।
এনডিটিভি জানায়, রোববার দুর্গাপূজায় যোগ দিতে মন্দিরটিতে পাঁচ লাখের বেশি ধর্মপ্রাণ হিন্দু জমায়েত হয়েছিল। এ সময় উপচে পড়া ভীড়ে পদদলিত হয়ে ৬০ জন প্রাণ হারায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দর্শণার্থীদের লম্বা লাইন এড়িয়ে মন্দিরে প্রবেশ করার জন্য উত্তর প্রদেশের একদল ভক্ত নদীতে সেতু ভেঙ্গে পড়েছে বলে গুজব রটায়। এ কথা শোনার পর উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সেতুর দিকে দৌড়াতে শুরু করে। তখন পায়ের তলায় চাপা পড়ে ৬০ জন প্রাণ হারায়। এসময় বেশ কয়েকজন দর্শনার্থী নদীতে পড়ে যায় বলে পুলিশ জানায়। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, সিন্ধু নদীর ওই সেতুটি পেরিয়েই মন্দিরে যেতে হয়।
এদিকে বিক্ষুব্ধ ভক্তদের অভিযোগ, এ দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি। বিক্ষুব্ধরা এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এতে কমপক্ষে ছয় পুলিশ আহত হয়।
COMMENTS