আশজাদ রসুল সিরাজীঃ
গাজীপুরে ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার ইভটিজিং নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হক।
বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এম এম এনামুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিষ্ট্রার নাহরীর চৌধুরী, অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন, মো. ফিরোজ আল মুজাহিদ প্রমূখ।
বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এম এম এনামুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিষ্ট্রার নাহরীর চৌধুরী, অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন, মো. ফিরোজ আল মুজাহিদ প্রমূখ।
মূল প্রবন্ধ পাঠকালে ড. এম এম এনামুল আজিজ জানান, ইভটিজিং হলো নারীর প্রতি নির্দয় আচরণ। ইভটিজিং বা যৌণ নির্যাতনের প্রভাব ভিক্টিমের মন ও শরীরকে আক্রান্ত করে। অনেকক্ষেত্রে মানসিকভাবে আক্রান্ত হলেও তার বহিপ্রকাশ ঘটে শারিরিকভাবে। এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১০সালে বাংলাদেশে শতকরা ৬২ভাগ স্কুলগামী ছাত্রীরা এর শিকার হয়েছে। আমাদের দেশে যথাযথ সামাজিক সচেতনতার অভাব, পারিবারিক শিক্ষা ও সাংস্কৃতিক পশ্চাৎগামীতা, স্যাটেলাইট টিভি ও মোবাইল ফোনের অপব্যবহার থেকেও ইভটিজিং সংঘটিত হয়ে থাকে। এ থেকে প্ররিত্রাণ পেতে আমাদের পারিবারিক তথা সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিপরীত লিঙ্গের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও মূল্যবোধ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে মাতা-পিতাকেও মূখ্য ভ’মিকা রাখতে হবে। আর শিক্ষকদের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক মনোভাব সৃষ্টির ওপর জোর দিতে হবে।
COMMENTS