পরিবেশ দূষণের দায়ে রবিবার গাজীপুরের ৪টি কারখানাকে ৭৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর এনফোর্সমেন্ট।
দূষণবিরোধী অভিযান কার্যক্রম হিসেবে পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট) আলমগীর গাজীপুরের চারটি প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদফতর, ঢাকা সদর দফতরে তলব করে শুনানি গ্রহণান্তে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ওই জরিমানা করেন। এদের মধ্যে ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পরিচালনা করে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার ফকরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডকে ২৭ লাখ টাকা, জয়দেবপুর থানাধীন লক্ষ্মীপুরা এলাকার ব্র্যাক ডেইরি এ্যান্ড ফুড প্রজেক্ট লিমিটেডকে ৯ লাখ টাকা এবং বাইপাসের মাধ্যমে কারখানার তরল বর্জ্য সরাসরি পার্শ্ববর্তী নদীতে নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে শ্রীপুর উপজেলার কেওয়া বহেরারচালা এলাকার তাকওয়া ফেব্রিক্স লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি ছাড়া ডাইং ও ওয়াশিং কারখানা পরিচালনা করে পরিবেশ দূষণের জন্য গাজীপুর জেলার টঙ্গী থানাধীন পাগাড় এলাকার শার্প নিটিং এ্যান্ড ডাইং লিমিটেডকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।
COMMENTS