প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে এসেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হয়তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দলের পক্ষে প্রচার-প্রচারণা করতেই তিনি নির্বাচনের আগে দেশে এসেছেন বলে জানা গেছে।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সজিব ওয়াজেদ জয় বলেন, আমাদের আশা আছে, বিরোধী দল সংলাপে আসবে। কিন্তু এর কোনো লক্ষণ দেখছি না। আমাদের তরফ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন নানা ছুতা দেখিয়ে তারা দাওয়াত ফিরিয়ে দিচ্ছে। আমরা আর কয়বার দাওয়াত দেব।
জয় বলেন, বিরোধীদলীয় নেতার বেধে দেওয়া সময়ের আগেই আমার মা ও মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের জন্য নিজে ফোন করেছিলেন। কিন্তু বিরোধীদলীয় নেত্রী তাঁর এই অনুরোধ রাখেননি। এটা খুব দুঃখজনক। প্রধানমন্ত্রী এ উদ্যোগ নেন, যেন আর হরতাল ও সন্ত্রাস না হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই। কারণ, নিজে নির্বাচনে অংশ নিলে দলীয় প্রচারণায় সময় দিতে পারব না।
COMMENTS