রাজীব সরকার, নিজস্ব প্রতিনিধিঃ
‘শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ উপলক্ষে সোমবার সকালে গাজীপুর মহানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে সাড়ে দশটা পর্যন্ত মহানগরের রাজবাড়ি রোডে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: নূরুল ইসলাম।
‘শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ উপলক্ষে সোমবার সকালে গাজীপুর মহানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে সাড়ে দশটা পর্যন্ত মহানগরের রাজবাড়ি রোডে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: নূরুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান ও সেবাষ্টিন রেমা। এসময় বক্তারা নারীদের অগ্রযাত্রাকে বেগবান করতে আল্লামা শফি’র ১৩ দফা প্রত্যাহারের দাবি জানিয়ে নারীদেরকে তেঁতুলের সাথে তুলনা করার প্রতিবাদ জানান।
এছাড়া জেলার অন্যত্র একযোগে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে কয়েকটি সংগঠন কন্যা শিশু’র অধিকার রক্ষার দাবিতে শোভাযাত্রা বের করে।
COMMENTS