জাতীয় মহিলা পার্টি গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এক কর্মীসভা আজ শনিবার বিকেলে গাজীপুর শহরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান পিএসসি।
জাতীয় মহিলা পার্টির নেত্রী নূরজাহান নূরীর সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সভানেত্রী নুর-ই-হাসান লিলি চৌধুরী, সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আশাদ সিদ্দিকী।
বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আলফাজ উদ্দিন, জেলা যুবসংহতির সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন, রমজান আলী, আয়নাল হোসেন, মহিলা পার্টি নেত্রী রোকসানা, রওশনারা বেনজির, তানিয়া মাহমুদ, শারমিন আক্তার আইরিন, রীনা আক্তার, তাসলিমা আক্তার নিশি, হাজী মিনা প্রমুখ।
পরে একই স্থানে গাজীপুর মহানগর শাখার জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্রসমাজ ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়।
COMMENTS