টঙ্গীর খরতৈল এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় হুসেন আহমেদ (৪০) নামে এক যুবলীগ কর্মীর ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হুসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তার হাত কেটে দেয় সন্ত্রাসীরা।
স্থানীয়দের প্রতিরোধে মুখে সন্ত্রাসীরা পালিয়ে যাবার সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
স্থানীয়দের প্রতিরোধে মুখে সন্ত্রাসীরা পালিয়ে যাবার সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হুসেন আলী তার ব্যবসা প্রতিষ্ঠান হুসেন কোক্রারিজে বসেছিলেন। হঠাৎ করে ৫/৬ জন স্বশস্ত্র সন্ত্রাসী অতর্কিতে সেখানে হামলা করে লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীরা ছুরির আঘাতে ডান হাত কেটে নিয়ে ফেলে।
সুত্র আরো জানায়, স্থানীয় জনতা সন্ত্রাসীদের আটকের চেষ্টা করলে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।
উপস্থিত জনতা রক্তাক্ত হুসেনকে হাসপাতালে নিয়ে গেছে।
হুসেন আহমেদের ভাই সিদ্দিক আহমেদ জানান, সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে দোকানে লুটপাট করে তার ভাইকে গুরুতরভাবে জখম করেছে। সন্ত্রাসীরা হুসেন আহমেদের ডান হাতের আঙ্গুল কেটে নিয়ে যায় ও কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
হুসেন আহমেদ যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে তিনি দাবি করেন।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁঠায়নি পুলিশ।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কারাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি রাজনৈতিক নয়। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের কর্মী নয়।
COMMENTS