রাজীব সরকারঃ কালিয়াকৈরে বাসচাপায় মোঃ আলম হোসেন(৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর নামক স্থানে সড়ক পারাপারের সময় বাসচাপায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত আলম হোসেন উপজেলার উত্তরদাড়িয়াপুর গ্রামের মোঃ হাছান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈরের উত্তরদাড়িয়াপুর গ্রামের হাছান আলীর ছেলে আলম হোসেন শনিবার দুপুর ১টার দিকে বাড়ীর পাশে বোর্ডঘর বাসষ্ট্যান্ড এলাকায় আসে। এসময় আলম ওই বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত নামা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি ওবায়েদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে ওই যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
COMMENTS