রাজীব সরকারঃ কালিয়াকৈর উপজেলার কামারিয়া এলাকায় একটি মৎস খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও খামার মালিক সুত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের ওই এলাকার দেলোয়ার হোসেনসহ ১৫ জন মিলে কামারিয়া বিল চলতি বছরের জন্য লিজ নিয়ে একটি মৎস খামার তৈরি করেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকার পলুমুদ্দিনসহ কয়েকজন মিলে অসৎ উদ্দেশ্য জনিত কারণে মৎস খামারে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৫০ থেকে ৬০ হাজারের মতো মাছ মারা গেছে।
এ ঘটনায় শনিবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ পলুমুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষ প্রয়োগের কথা শিকার করে বলেন, আমি মাছ মারার জন্য বিষ প্রয়োগ করি নাই। আমার এক খন্ড জমিতে আমন ধান রোপন করেছি। ওই ধান ক্ষেত স্থানীয় হাঁসগুলো নষ্ট করে ফেলছে। আমি ওই হাঁস মারার জন্য আমন ধান ক্ষেত্রে বিষ দিয়েছি। এতে আমার কোনো দুষ নেই।
এব্যাপারে খামার মালিক দেলোয়ার হোসেন জানান, অসৎ উদ্দেশ্যের জন্য তারা খামারে বিষ দিয়েছে। খামারের মাছ মারা যাচ্ছে। এঘটনা স্থানীয় লোকজন ও কালিয়াকৈর মৎস অফিসে জানিয়েছি। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। ফলে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) মকবুল ইসলাম জানান, এব্যাপারে দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছে।
COMMENTS