রাজীব সরকারঃ কালিয়াকৈরে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর মোটর সাইকেলসহ পৌনে ৩ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করেছে ছিনতাইকারীরা।
এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার তালিবাবদ বাজার এলাকায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার তালিবাবদ বাজার এলাকায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে।
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইয়ার উদ্দিন মঙ্গলবার রাতে কালিয়াকৈর বাজার থেকে (ঢাকা মেট্রো ল- ১৫-৬৯৯৬) নম্বরের একটি মোটর সাইকেল যোগে উপজেলার জানেরচালা গ্রামের বাড়ীতে যাওয়ার পথে শ্রীফলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমের বাড়ীর নিকট পৌঁছাইলে ৭/৮ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী রাস্তায় গাছের গুড়ি ফেলে মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা মোটর সাইকেলের চালক ইয়ার উদ্দিন ও তার অপর সঙ্গী সোহেল রানার মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে তাদের কাছ থেকে মোটর সাইকেল, নগদ ৭৩ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোনসহ পৌনে ৩ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে ইয়ার উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার এ এস আই জাহিদ জানান, এব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
COMMENTS